Thu 18 September 2025
Cluster Coding Blog

দিব্বি কাব্যিতে মলয় গোস্বামী

maro news
দিব্বি কাব্যিতে মলয় গোস্বামী
রাই, আজ লড়াই করি, এসো কুঞ্জবনে যে মার খেয়েছি সব---- রাখি মনে মনে । কুঞ্জবন গুঞ্জে ভরা বিদেশী গুঞ্জন উহাকে উড়িয়ে আনো সুচেনা অঞ্জন ।
রাই, একটু ব'সে থাকো গাছের শিকড়ে আমি একটু ভেবে দেখি তোমাকে কী ক'রে কাঁদিয়ে চলেছে সব পোকা ও মাকড় ! রাই, কুন্দ ফেলে দিয়ে বিষে হাত মাখো ।
রাই দ্রুত গাছে ওঠো ; মনে হচ্ছে বাঘ ঢুকেছে ! বাতাসে পাচ্ছি শ্বদন্তের দাগ I হ্যাঁ, তুমি বিশ্বাস করো কুঞ্জবন মাঝে বাঘের থাবার ধ্বনি অহেতুক বাজে ৷
এই দ্যাখো . ভুল বললাম . . কোনো কিছু আজ অহেতুক মোটেও নয় .. কারণের কাজ নির্মাণ হয়েই যাচ্ছে গোপনে গোপনে--- কী কষ্ট বুঝি আজ এই কুঞ্জবনে।
রাই দ্যাখো, ও- রাখাল পিঞ্ছখানি শিরে ঘুরছিল এতক্ষণ .. নামাচ্ছে ধীরে ৷ থুম মেরে চারিদিকে ধবলীর দল উপলের মতো স্থির দু চোখের জল ! রাখালের হাতে ধরা---মৃত বাঁশিখানি ভুলেই গিয়েছে করত সুর আমদানি ! হঠাৎ চকিতে সে ঘুরেছে পেছনে বাঁশিখানা যেন লাঠি ... এই কুঞ্জবনে ৷
রাই আজ লড়াই করি কুঞ্জবনে আজ পুঞ্জপুঞ্জ খাওয়া - মার .. নিঃশব্দ আওয়াজ প্রবেশ করাবো ওই বাঁশির ভেতরে ; আমি আছি .. বাঁশি আছে, মারবে কে তোরে ?
রাই আজ লড়াই করি, এসো কুঞ্জবনে যে মার খেয়েছি সব - - রাখিয়ো যতনে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register