প্রেম কাকে বলে আমি আজও সঠিক জানি না
বেড়া বাঁধা মনের উঠোন, উঠোনে রেখেছি পা
খুলে দিতে সব দড়াদড়ি,
তুমি কি আড়াল থেকে
দেখে চলেছ আমি কি করি!
শেখা যায় তারা দেখে
জীবনের পথ, হয়ত কঠিন
সেই পথে ঝুলে থাকে
তুমুল আঁধার, কিছু ঋণ,
হৃদয় কি ধরে রাখে
সব কথোপকথন ?
শরীর কি মেশে প্রতিদিন
শরীরের সাথে?
না হলে প্রত্যাশা রেখো না,
ক্ষীণ
স্বত্ব নিয়ে কেন আমি ভেঙে দেব অবিজিত ব্রীড়া
বরং যেভাবে আছো থাকো
হে হৃদয় সালংকারা।
0 Comments.