Thu 18 September 2025
Cluster Coding Blog

বর্ষায় প্রেম সংখ্যার কবিতায় চিরন্তন ব্যানার্জি

maro news
বর্ষায় প্রেম সংখ্যার কবিতায় চিরন্তন ব্যানার্জি

সই

দুচোখে সীমানা টানা যায়? মানি নি প্রেমের কাঁটাতার; বুঝিস না তুই তাও জানি, বোঝানোর নেই দরকার।
বন্ধু! সে নামই তবে থাক; চল শুনি তোর প্রেমগাথা গল্পের ফাঁকে হাত ধরি- ছুঁয়ে যাই শরীরের পাতা।
তোর কানে বাজে পোড়া বাঁশি- আমার নূপুর বেজে যায়; মিলন কি শুধু নদে নদী? যমুনাও মেশে গঙ্গায়।
তেমনই তো মিশে যেতে চাই, থেকে যাব তোর ছায়া হয়ে; শরীরের এ ভীষণ তাপে, তোর ছোঁয়া লাগে নিরাময়ে।
যদি ভুলে ঠোঁটে রাখি ঠোঁট ঠেলে দিবি অতলের দিকে? ললিতাও কখনো কখনো, ভালোবাসে রাইকিশোরীকে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register