Thu 18 September 2025
Cluster Coding Blog

ছোট গল্পে বিশাখা বসু রায়

maro news
ছোট গল্পে বিশাখা বসু রায়

রাতের অতিথি

গ্রীষ্মকাল, ক্যাজুয়ালটি-তে নাইট ডিউটি পড়েছে | রাত আটটায় পৌঁছিয়ে গেলাম | আগের ডাক্তার কে ছেড়ে দিয়ে, নিজে গুছিয়ে বসলাম | পর পর দু চারটে রুগী এলো, তাদের যথাযত চিকিৎসা করে বসতে বসতে রাত দশটা | হাজিরা শুরু হলো গ্রুপ ডি স্টাফদের, আমার সঙ্গে থাকবে মুরারিদা আর গোবর্ধন | বাকিরা সব বিভিন্ন ওয়ার্ড- এ চলে গেলো | মুরারিদা বললেন, :: দিদি, এবার খেয়ে নিন, তারপর বিছানা টা গুছিয়ে দেবো | গোবর্ধন ঘর, বাথরুম পরিষ্কার করে নিজের নির্দিষ্ট ঘরে চলে গেলো| আমিও রাতের খাবার সেরে নিলাম | মুরারিদা এবার আমাদের ডক্টরস রুমের বিছানাটা পরিষ্কার করে মশারি টাঙিয়ে দিলো, দিয়ে নিজের নির্দিষ্ট ঘরে চলে গেলো | চতুর্দিকে অন্ধকার, একমাত্র ক্যাজুয়ালটি ব্লকে আলো জ্বলছে, সিকিউরিটি গার্ডরা ক্যাজুয়ালটির গেট বন্ধ করে পাশে বারান্দায় বিশ্রাম নিতে বসলো | পেশেন্ট এলে গেট খুলবে | আমি চিরকালই বই এর পোকা, সঙ্গে বই থাকে সবসময় ! নিরিবিলি তে বেশ গুছিয়ে বই পড়তে বসলাম | মাঝে টুকটাক দু একটা রুগী দেখে ছাড়লাম | দেখতে দেখতে মধ্যরাত | ভাবলাম একটু টানটান হয়ে নিলে ভালো হয়| ভোর থেকে হাজিরা শুরু হয়ে যাবে, প্রথমে রান্নাঘরের লোকজন, তারপর ছ 'টার শিফটের লোকজন | আমি তো সকাল আটটার আগে ছাড়া পাবোনা, আর আটটা মানে তো আটটা দশ পনেরো ও হতে পারে | আবার ন' টা থেকে আউটডোরে বসতে হবে, একটু বিশ্রাম করে নেওয়া ভালো ! ডক্টরস রুমটা একদম ক্যাজুয়ালটি রুমের লাগোয়া, মাঝের দেওয়ালটা পুরোপুরি ছাত অবধি পৌঁছোয়নি| আগেকার দিনের উঁচু ছাত, তাও দেওয়ালটা আট ফুট তো হবেই | ওই ঘরের আলো এই ঘরে এসে পড়ে ! উঠে পড়লাম লোহার খাটে, মশারি গুঁজে নিলাম | আলো নেভানো, কিন্তু পাশেই ক্যাজুয়ালটি রুমের আলোতে ঘরটাতে একটা বেশ আলোছায়া পরিবেশ | পা দুটো মশারি তে ঠেকে আছে| এমনিতে নাইট ডিউটিতে কাজ না থাকলেও আমার বিশেষ ঘুম হয়না | সব সময় টেনশন হয়, কখন রুগী এসে পড়ে ! সামান্য আওয়াজে মনে হয়ে এই বুঝি রুগী এলো ! কখন চোখ লেগে গেছে জানিনা, হঠাৎ ঘুম ভেঙে গেলো, মনে হলো পায়ে, বুড়ো আঙুলের তলায় কেউ টোকা মারছে ! উঠে এদিক ওদিক দেখলাম, কিন্তু কোথায় কি, কেউ তো নেই ! আর থাকবেই বা কে, দরজা তো বন্ধ ! মনের ভুল ভেবে আবার শুয়ে পড়লাম, চোখ লেগে গেলো, কিন্তু বেশ কিছুক্ষণ বাদে আবার সেই পায়ের বুড়ো আঙুলে টোকা! কি হচ্ছে ব্যাপারটা? বোঝার চেষ্টা করলাম! না, কিছুই তো বুঝছি না ! দেওয়াল টপকে তো কেউ আসতে পারবে না, আর এলেই বা, সে যাবে কোথায়? এবার ঠিক করলাম, আর ঘুম নয়, জেগে থেকে দেখতে হবে, ব্যাপারটা কি হচ্ছে ! এমনিতেও ঘুম তো চটকে গেছে ! আগের মতোই পা -টা টানটান করে মশারির গায়ে ছড়িয়ে দিলাম ! সজাগ দৃষ্টিতে পায়ের দিকে তাকিয়ে রইলাম, বেশ কিছুক্ষণ কেটে গেলো, কোনো সমস্যার দেখা নেই, ভাবছি তাহলে কি মনেরই ভুল? হঠাৎ দেখি বুড়ো আঙুলের পাশ দিয়ে কি একটা উঁকি মারছে ! দেখি, একটা মস্ত বড় টিকটিকি, মুখ বাড়িয়ে আমার বুড়ো আঙুলে ঠোক্কর মারতে উদ্যত ! আমার পা নড়ে উঠতেই সে চট করে খাটের নীচে উধাও হয়ে গেলো ! আর তাকে দেখতে পেলাম না ! নিজের মনে খানিকটা হাসলাম! বেচারা বোধহয় আমাকে ভয় দেখাতে এসেছিলো, ধরা পড়ে পালালো !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register