Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় চিরন্তন ব্যানার্জি

maro news
কবিতায় চিরন্তন ব্যানার্জি

উত্তরাধিকার

তোকে দিতে চাই ভোরের আকাশ, শিউলি শিশিরে ধোয়া; গ্রীষ্মকালের লম্বা দুপুরে আলতো হাতের ছোঁcয়া।
তোকে দিতে চাই নীল সমুদ্র, সবুজ গাছের সারি; ছায়াপথ ঘুরে তারা কুড়িয়েছি, ওড়নায় ফুলকারি।
তোকে দিতে চাই বিরাট পাহাড়, বরফ শুভ্র মন; মানুষের পাশে দাঁড়ানোর মত শক্তি সারাক্ষণ।
তোকে দিতে চাই গানের আরাম, কবিতার ভালোবাসা; সব হেরে গিয়ে টুকরো প্রানের ঘুরে দাঁড়ানোর আশা।
তোকে দিতে চাই পথের কষ্ট, ভুল করবার ছাড়; সেই জোর, যাতে পড়ে গিয়ে উঠে দাঁড়াবি বারংবার।
তোকে দিতে চাই বাঁচার স্বপ্ন, যেকোনো শর্ত ছাড়া; আর যদি কিছু নাই পারি দিতে, দিয়ে যাব শিরদাঁড়া।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register