বাবার মৃত্যুর পর গোপনে আমি
বাবার একটা পাঁজরের হাড় খুলে রেখে দিয়েছি।
মা, দাদা কেউই দেখতে পায়নি।
যদি দেখতো তাহলে আমাকে পশু বলেই ভাবতো
ওরা।
আমি দেখেছিলাম, বাবার পাঁজরের হাড় দিয়ে
কেমন যেন আলো বের হত।
একদিন দেখেছিলাম, বাবা সেই আলোয়
সংসারের খাতাটা ধরে অন্ধকার নির্জনে হিসেব
করছেন।
আমাদের এখানে যখন অন্ধকার হয়
তখন রাস্তা পার হবার সময়, বা কোনো কিছু
খোঁজার সময়
সেই পাজরটা হাতে নিয়ে বের হই -
টর্চের মতন ধরি
দেখি
দেখে দেখে চলি -
0 Comments.