Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় উজ্জ্বল সামন্ত

maro news
গুচ্ছকবিতায় উজ্জ্বল সামন্ত

১। প্রশ্নচিহ্নে ???

আঘাতের চিহ্ন অলীকে অস্পষ্টতায় লোকচক্ষুর আড়ালে যন্ত্রণাগুলো যদি আগুনে ছাই হয়ে উড়িয়ে দেওয়া যেত আকাশে অনুভূতি ভালোবাসা সহানুভূতির মর্মস্পর্শী অবহেলায় হারিয়ে শ্বাসরুদ্ধ কফিনবন্দি ভালোবাসা রূপ পেয়েছে কঙ্কালে অবহেলিত মন বিষণ্ন জীবন অতিবাহিত করে অতীতের বিশ্বাসী বিশ্বাসঘাতক স্মৃতিরা ভাসে স্বপ্নে ভিড় করে স্বপ্নে কিছু রোমাঞ্চকর স্মৃতি উস্কে ভালোবাসার বাহুডোরে নতিস্বীকার নত মস্তকে ছলনার মায়ায় কামের আগুনে দেহ মন পোড়ে চেহারা সৌন্দর্য প্রাধান্যে মনের মানুষ দূরে কামনা বাসনা সর্বাগ্রে দৈহিক সুখে অনুভূতি অনুঘটকের ভূমিকায় অবতীর্ণে সম্পর্কের বাঁধনে আলগা ফস্কা গেড়ো মৃতসঞ্জীবনীতে কি সম্পর্ক বাঁচবে আঘাতে নয় আজীবন আদরে কি রাখবে স্পর্শে না হোক স্পন্দনে কি থাকবে অনন্ত কালে ???

২। শব্দের ফেরিওয়ালা

ইচ্ছে জাগে শব্দের ফেরিওয়ালা হতে ইচ্ছে জাগে ভাষা ব্যবহারে সমাজের বুকে আঁচড় কাটতে অনন্য সৃষ্টিতে শিল্পকলার অবদানে মন্তব্যে প্রতিবাদী ভাষা যখন চরম সত্য হয়ে ওঠে শব্দের ফেরিওয়ালা দার্শনিকের ভূমিকাতে সমাজকে যিনি অন্য এক দৃষ্টিতে দেখে কলমের ধার কখনো তীক্ষ্ণ ধারালো অস্ত্রে সভ্য সমাজ পিছু হটকায় কলম যখন সত্য টানে শব্দের ফেরিওয়ালা কখনো কবিতা গল্প প্রবন্ধ উপন্যাসের পাতায় সত্য যখন গরাদ ভাঙা কলমের জিহ্বায় প্রতিচ্ছবি পরিলক্ষিত সৎ অসদবিম্বের ছায়া আয়নায় বর্ণ শব্দ ধ্বনি বাক্যের ভাষা সর্বদা কি সঠিক রূপ পায় ?

৩। বিতর্কিত

তর্ক বিতর্ক বুদ্ধিজীবীদের খেলা অল্প বিদ্যা ভয়ংকরী ছলনার মেলা যুক্তি বিবেচনা জ্ঞান সমালোচনা কথা বাক্য নীতিবোধের আনাগোনা
বিতর্কিত যে কেউ বা কোন ঘটনা হতে পারে রাজনীতি, নেতা মন্ত্রী লেখক থেকে সাংবাদিক এনআরসি থেকে কাশ্মীর রাজনীতি গণতন্ত্রে তার সৃষ্টিতে শিল্পকলায় অবদানে মন্তব্যে
আন্দোলন রাজনৈতিক মিছিল জিডিপি বাজেটে প্রকল্প পরিকল্পনা রাজনীতি বা উন্নয়নে বিতর্ক যেন পিছু ছাড়ে না পিছনে টানে সমালোচনার ঝড় বয়ে যায় ঘটনার আঙ্গিকে
সত্য উপলব্ধি তে ঘটনার আঙ্গিকে ভুল বোঝানো যায় কিছু মানুষকে কিছু সময়ে আজীবন সত্যকে কি রাখা যায় অন্ধকারে? কটু সত্য বেরিয়ে আসে একফালি আলোক রশ্মিতে
বিতর্ক টেলিভিশনের পর্দায় বর্তমানে নামি অনামী বহুগুণীর দেখা মেলে তর্ক তরজায় নিজ বাক্য চিন্তাভাবনা প্রতিষ্ঠাতে বিতর্কের অবসান কি হয় মৌলিক দৃষ্টিতে? বিতর্কিত বিতর্ক ,অতীত বর্তমান ভবিষ্যতে

৪। নিঃসঙ্গ

নিঃসঙ্গ রাত্রি কথা বলে জ্যোৎস্নার আলোতে নিস্তব্ধতা ছন্দ হারায় ঝিঁঝিঁ পোকার ডাকে অসংখ্য আলো বিন্দু দেখি খোলা জানলার দিকে জ্যোৎস্না পোকারা যেন সংঘবদ্ধ হয়ে এসে ওড়ে
রাত গভীর হলে মুষল ধারায় বৃষ্টি আসে নিঃসঙ্গতা যেন কেটে যায় বৃষ্টির শব্দে ইচ্ছে জাগে বৃষ্টিতে ভিজে কান্না মুছে অশ্রুর দাগ কখন ধুয়ে যায় অলক্ষ্যে
নিঃসঙ্গ মন চায় কোলাহল থেকে দূরে নিজের কল্পনায় বেঁচে থাকা সম্ভবে যন্ত্রণাগুলো ভুলের চোরাবালিতে হারিয়ে অপেক্ষমান ভবিষ্যতের নতুন কিছুর আঙ্গিকে...

৫। করোনা (Kovid 19)

সংক্রমণে সংক্রমিত মানুষের জীবন বিপন্ন ছোঁয়াচে ভাইরাস করোনা নয় সে নগণ্য আতঙ্কের ছায়া চারিদিকে মহামারী রূপে মানব হাজারো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে
হয়তো সে বায়বীয় বোমা সৃষ্টি গবেষণাগারে বিজ্ঞানের উন্নতির খোঁজে আবিষ্কার আজ ধ্বংসে যারা সৃষ্টি করেছে এই মারণ ভাইরাস ডাব্লু এইচ ও'র নিষেধ না মেনে নিপাত যাক
হাঁচি কাশি সর্দি জ্বর গলায় ব্যথা লক্ষণ সাবধান এই সময় কোরোনা চুম্বন বা করমর্দন তফাৎ থাকবে এক ফুট মুখে থাকবে মাস্ক সাবধানতা অবলম্বন না করলে পৃথিবী থেকে সাফ
সচেতনতায় বাঁচবে জীবন লক্ষ্য নিরাপদ আতঙ্ক ছড়িয়েছে দেশ-দেশান্তরে মনে তীব্র ভয় ভাইরাস থেকেও মিলবে মুক্তি সঠিক ঔষধ ও চিকিৎসায় প্রার্থনা ভাইরাসের বিলুপ্তির, যা রক্ষার উপায়...

৬। অনুপ্রেরণা

প্রেরণা বাঁচতে শেখায় স্বপ্ন দেখতে সেখায় স্বপ্নটাকে বাস্তবায়ন পরিবর্তনের নেশায় নেশা ও পেশা যেখানে একত্রে মিশে যায় হয়তো নতুন কিছু উদ্ভাবন সৃষ্টি রূপ পায়
প্রেরণা কোন আদর্শে উজ্জীবিত হয়ে সফলতার পেছনে নারীরাই ভূমিকাতে শিক্ষা নতুন করে বাঁচার তাগিদে সুদূরে প্রতীক্ষিত প্রতীক্ষা যখন কঠিন বাস্তবে
কর্মের বন্ধনে আবদ্ধে সঠিক পথের দিশারী অনুপ্রেরণা এক অলীক শক্তি সু‌দূর প্রসারী সময়ের নিরিখে অন্তরাত্মার শক্তির পরিচিতি অনুপ্রেরণা অনুঘটকের প্রান সঞ্চারে উপস্থিতি
প্রেরণা প্রাণ যোগায় লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা বিপত্তির সম্মুখীন হয়েও অপরাজেয় জেদের বশে অগ্রগতিতে লক্ষ্য স্থির একাগ্রতা প্রতিজ্ঞা অবিচল রেখে...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register