Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় তপন মন্ডল

maro news
কবিতায় তপন মন্ডল

নতুন প্রাণ

শতাব্দীর মধ্যগগনে লাগামছাড়া উল্লাস আর উদযাপনে নির্বিশেষ স্বদেশ ভূমির স্বাধীনতার স্বাদের সুবাসেতে,,,,,, সকাল বেলায় ঊষার মৃদু হাসির মিষ্টি আলতো ছোঁয়ায় লাল পদ্মের আড়মোড়া ভাঙে। হৃদয় ভরা স্বপ্ন ভূমে ভোর রাত্রির আকাশ পানে হঠাৎ দেখি কালো অন্ধকারে মেঘো রাশির গাঢ় ষড়যন্ত্র। বিভেদকামী অত্যাচারী উর্দু ভাষার অকাট্য প্রবচন আর অভিসন্ধিতে বাঙালির কন্ঠে গরলের হানা,,,,,, বাকবিতণ্ড আর বিরোধিতায় স্বপ্ন ভূমে বিবর্তন ঘটলো অশরী শক্তির গহীন কালো বিষাক্ত থাবা। নাশকতার কালো ধোঁয়া ছড়িয়ে দিলো বঙ্গ ভূমে। বন্দুকবাজের নিপীড়নে বাঙালি আজ ভুরু কুচকে। শোষণ আর বঞ্চনার প্রতিবাদে সালাম জব্বার বরকত রফিক বুক চিতিয়ে গোলার সম্মুখে,,,,,, ধ্বংসযজ্ঞের কারখানাতে পেষাই হল বাড়িরা। আঁধারে ভ্রমর গুঞ্জনের মত শতনারীর বীভৎস করুন আর্তনাদ। অবশেষে প্রায় নিঃশেষিত শক্তিতে জাগরিত বাঙালি পুনরায় করলো দুষ্ট শক্তিকে পর্যুদস্ত, পরাভূত। অঙ্কুরিত মুকুলে বাংলা ভাষা পেল নতুন প্রাণ। বাংলার জয়গানে মুখরিত বিশ্ববাসী করছে সম্মান।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register