Fri 19 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৫৯)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ৫৯)

না মানুষের সংসদ

মন চিত্রলেখার দিকে তাকিয়ে বলল, মা বলেছে তোমাকে ‘স্যার’ বলে ডাকতে । আর ‘আপনি’ বলতে । সম্মান দিতে । হো হো করে হেসে উঠলেন খৈতান মৈত্র । কিন্তু বন্ধুকেও কেউ ‘আপনি’ বলে । মন বলল, না । এছাড়া তুমি আর আমিই তো পক্ষীরাজের পিঠে উঠব । তুমি যদি আমাকে ‘আপনি’ বলো পক্ষীরাজ তো রেগে যাবে । মন তখন উঠে দাঁড়িয়ে হাত নেড়ে বলল, কৈলাস বোস লেনের দাদুও একই কথা বলে । চিত্রলেখা বলতে যাচ্ছিল যে মন একজন মৃত দাদুর স্বপ্ন দেখে । আর সেই লোকটার জীবন ছিল যাবতীয় আজগুবিতে ভরা । খৈতান মৈত্র চুপ করিয়ে দিলেন । সেই দাদুতো আমার বন্ধু ছিলেন । আমি জানি তো তাঁকে । কতো যে পক্ষীরাজ ছিল তাঁর । মন চোখ বড়ো বড়ো করে বলল – অনেক পক্ষীরাজ ছিল, তুমি জানতে তাঁকে । তোমার মতন আমার সঙ্গেও তাঁর স্বপ্নে দেখা হয় । তারপর চিত্রলেখার দিকে তাকিয়ে বললেন, ড. মন্মথ চৌধুরী ১০ নম্বর কৈলাস বোস লেনে থাকতেন । পৃথিবী – বিখ্যাত বিজ্ঞানী । আপনি তাঁকে খ্যাপাটে বলে জানেন এখনও অবধি আর আপনার মেয়ের কাছে তিনি স্বপ্ন – পূরণের আদর্শ । বিমান বলল, আমার মায়ের ‘মামা’ ছিলেন তিনি । দূর সম্পর্কের । কয়েকদিন আমরা ছিলাম তাঁর কাছে । কিন্তু তিনি তো স্থাপত্যবিদ ছিলেন । খৈতান মৈত্র বললেন, আপনার মেয়ে ব্রিলিয়েন্ট আর সাধারণ হচ্ছেন আপনারা । তাই ওকে বাধা দিচ্ছেন নিজের মতো করে স্বপ্ন দেখার । আর ড. চৌধুরী আই আই টি খড়গপুরের আর্কিটেক্ট নিয়ে পড়েন কিন্তু ওঁর মতো মানুষের কোন সীমারেখা হয়না ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register