- 3
- 0
আপনি আপনি করে কেটে যাবে বাকিটা জীবন।
শ্রুতিনাটকের মতো সংলাপেই আমাদের প্রেম,
কথা যদি গান হয়, খাওয়া-ঘুম কিছুই লাগে না,
অসম্ভবের মায়া ক্ষয়ে যাওয়া ভালবেসে মরে।
আশ্চর্য আলেয়াহ্রদ চোখে নিয়ে কীভাবে থাকেন?
ডুবে যাবে জেনে তবু অনিঃশেষ কবিতারা জাগে
যতক্ষণ সুরে বাজে,ততক্ষণই দৈবের বন্দিশে
আলগোছে ডেকে চলে আদরের জলপাই পাতা।
হাতে তুলে বিষ দিলেও নির্দ্বিধায় শুষে নিতে পারি
অর্ধেক জীবনে বেঁচে অমৃতে অরুচি ধরে গেছে
ফুরিয়ে যাবার আগে কিছু চাইলে দেবেন মশাই?
বড়জোর একটা গান,নইলে শুধু নিষ্পলক মায়া।
0 Comments.