- 3
- 0
একটি হকার কিছু চেহারা বিক্রি করছে
চিবিয়ে চিবিয়ে বলে যাচ্ছে তাদের গুণাবলী
' মেহগনি কাঠের ভ্রু, ধানের শিষের চোখ আর
গোলাপ ফুলের ঠোঁটের ভেতরে
অনেক জাদু আছে
তোমরা নেবে? '
অদূরে ঘুমিয়ে আছে এক শিশুপাখি
তার কাছে রয়েছে সদ্য প্রস্ফুটিত চোখ,
গোলাপী মেঘের ভেতরে উড়ে যাবার স্বপ্ন--
কেউ ছুঁয়ে দেখতে চাইল না
পাখিদের কোনো হকার নেই বলে
0 Comments.