চৌরাশিয়া ঠোঁটে বাঁশিতে দিলে ফুঃ
উদম হ'ল বাঁশি,বোঝে না অন্য কিছু।
ছয় রাগ ছত্রিশ রাগিনীতে খুলে দিলে স্বর্গের দ্বার,
সুরে ডুবে থাকে বাঁশি,
আর কি যো থাকে,ঘরে ফেরবার?
অতঃপর সানাই এ বিসমিল্লা খান,
সে নাই সে নাই ধুনে, শুধু কেঁদে যান,
তুমি কি আর ফিরবেনা,ছোবে না ও বাঁশি?
কবে হবে যুগল বন্দী,রবিশঙ্কর আল্লারাখায়,
সেতারে তবলায়!
নিবিড় গহনে শুধু বাঁশি বেজে যায়!!!
0 Comments.