Fri 19 September 2025
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে কৌশিক দাস

maro news
দিব্যি কাব্যিতে কৌশিক দাস

সিম্ফনি

হঠাৎ যদি মেঘ হতে চাস, আকাশ হবো সই । তোর মায়াবী নদীর বুকে, কচুরি পানা হই।
বইতে বইতে তুই চলে যাস, ভাসতে ভাসতে আমি । তোর ছোঁয়া এক ঘাটের কাছে আমিও খানিক থামি।
তুই যখনই রোদের মতো , হই ছায়া তোর বুকে। তুই যদি হোস পথের রেখা , দিগন্ত হই ঝুঁকে।
তুই সুখেরই নাম হবি তো , আমিই হবো ব্যথা । তুই যখনই মুখর প্রেমিক , আমিই নীরবতা।
তুই যদি হোস আউল বাউল, একতারা হই তবে। পথেই যারা গান বেঁধে রয়, পৃথক হলো কবে?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register