ডাল গুলো অনেক দিনই মরে গেছে
তুমি পাতাগুলো বসিয়ে দিয়েছো
সবুজ সবুজ ক্লোরোফিল
পাতাকুড়ানি মেয়েটার কোন রিসার্চ নেই
পেপার পড়তে যেতে হয়না কোথাও
বুকের ভেতর তার এক আঙ্গুল ভারতবর্ষI
আলিমুদ্দিনের ফোন এখনো বাজতেই থাকে
আর সেটা ধরে ফেলে সুশীল সমাজ
কবিতার কাছাকাছি আমরা থাকিনা বলেই
মধ্যমেধা হু হু করে বড়ো বড়ো কবি হয়ে যায় ,
নেতা হয় মন্ত্রী হয় , ঘেটে যায় ঘেটে ঘেটে যায় I
0 Comments.