Fri 19 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ২৫)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ২৫)

না মানুষের সংসদ

শ্রোত্রিয় হাসল, বলল – সংস্কৃত আর বাংলায় ভালো । অংকে খুব কাঁচা । কান্তু-দা হাসল । বলল, আমার সঙ্গে মা সরস্বতীর আড়ি । তবে আমি জেলার অনুর্ধ্ব ১৭-র কোচ । এইবার কান্তুদা শ্রোত্রিয়ের পায়ের সঙ্গে লেগে থাকা ফুটবলের দিকে তাকাল । রাশিয়ান ফুটবল কোথায় পেলি ? স্কুলের বল । শনিবার খেলা হওয়ার পর আমার কাছে রেখেছি । জয়দেব স্যারকে বলে এনেছিস তো ! হ্যাঁ । এটা একটু মিথ্যে করেই বলল শ্রোত্রিয় । মহেশদা জমা নিল না । বলল, সোমবার প্রথমে এসে দিস । কান্তুদা এবার বলল, পাড়ার ছেলেদের খেলতে নিচ্ছিস না কেন ! কলেজের মাঠে প্রচুর লিচু গাছ আছে । এখনও লিচুগুলিতে পাকা রং লাগেনি । শ্যামল, ভজু, সমু, ডোমা – সকলেই এখনও সেই কাঁচা কাঁচা লিচু গাছের ডালে বসে খেয়েই চলেছে । ওরা সব শ্রোত্রিয়কে ডালে বসেই লক্ষ রাখছে । শ্রোত্রিয় বলল, বলে কাদা লাগলে জয়দেব স্যার আমায় মারবে । কান্তুদা হাসল । বর্ষায় মাঠে কাদা থাকবে । জল জমলে কেমন করে খেলতে হবে তাও আমি শেখাব । আর বলে কাদা লাগবেই – জল দিয়ে ধুয়ে ফেললেই হবে । বলেই কান্তুদা ইশারা করল । গাছগুলি থেকে ধুপধাপ মাটিতে পড়ার শব্দ হল । দেখতে দেখতে ১৮ জনের দল ৯ জন করে দুটো টিম হয়ে গেল । কান্তুদা শ্রোত্রিয়কে বলল, তুই কোন পজিশনে খেলবি! স্ট্রাইকার ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register