Fri 19 September 2025
Cluster Coding Blog

|| প্রেমের বাসন্তী চিঠি সংখ্যায় || চিরন্তন ব্যানার্জি

maro news
|| প্রেমের বাসন্তী চিঠি সংখ্যায় || চিরন্তন ব্যানার্জি

বসন্ত পঞ্চমী

আমিও জানি ফুরিয়ে যাবে সবই, গল্প শেষে কয়েক মুঠো ধুলো; তাও তো বসে গাঁথছি স্মৃতির মালা কুড়িয়ে নিয়ে এই মুহূর্তগুলো। এগিয়ে যাবার ডাক শুনেছি, তবু- এখন নাহয় গাছের ছায়ায় বসি; নরম রোদে এলিয়ে দিয়ে মাথা, যোগবিয়োগের অঙ্ক কঠিন কষি। গুনের কথা বাদ রাখি, ভাগশেষে রইল নাহয় খানিকটা ভাগশেষ; মিললো না যা জমিয়ে রাখি বুকে, হিসেব নিকেশ হচ্ছে নিরুদ্দেশ। যখন যাবো, তখন, এখন থাকি- নদীর পাড়ে কুড়িয়ে চলি নুড়ি, পরশপাথর আমার হাতেই আছে, সোনা তো নয়, ফুটিয়ে চলে কুঁড়ি। একটা কুঁড়ি আমার নামে রেখো একটা কুঁড়ি দিলাম তোমার হাতে; যাওয়া, এত সহজ তো নয় যাওয়া- সব থেকে যায়, ছায়াপথের রাতে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register