সব কথাই কি প্রেমের সমার্থক
দেখাশোনা কিংবা স্পর্শের গুপ্তবীজের ইচ্ছেভাব
ছায়ার আন্তরিক অনুসরণ দেখেছো
ধরতে পেরেছো হৃদয় কোন বালুতটে সার্চ লাইট
শুধু ইথারে ভাসিয়েছো গ্রহণের অঙ্গীকার
কী মূল্য তার, যন্ত্রণা যেখানে অসামান্য নয়
তবুও ছটফট করে বয়সের প্রাথমিক পাঠ
পরিধির বাইরে নিখোঁজ হতে চায় যুক্তিহীনতায়
সম্পর্কের ভিতর চেনা প্রশ্ন, আজানা উত্তর
কিছু প্রস্তাব অজানা রাশি, চেনা সমীকরণে ...
0 Comments.