কেউ কেউ আসতে চায়,
যে চাওয়া ছলনাহীন শুদ্ধতার অপ্রাকৃত আবেগ।
যে চাওয়া হেমন্তের শিশিশের আর্দ্রতা মেখে থাকে
অথচ কী ভীষন নীরব,
যে চাওয়া অস্তিত্বের পরতে পরতে-
শরতের শিউলির গন্ধের নেশার মত ছড়িয়ে পড়ে -
যে চাওয়া বসন্তের বাতাসে পলাশের, আবীরের মত-
সোহাগী স্পর্শের প্রতীক্ষা করে-
তবুও তো অন্তহীন প্রতীক্ষায়-
একরোখা চাঁদের মত দাঁড়িয়ে থাকি প্রতি রাতে -
যদি জ্যোৎস্নামাখা একটুকরো মেঘের ছোঁয়ায়
রূপকথার ঘুমপুরীর ঘুম ভাঙে!
0 Comments.