Thu 18 September 2025
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে মলয় গোস্বামী

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে মলয় গোস্বামী

মায়া

ঘুমানোর আগে তোমার সঙ্গে কথা বলছি । সারাদিন কাজ করেছ অক্লান্ত । মায়াপুরের দাদু এসে তো অবাক ! তুমি যে কী ক'রে এত পরিষ্কার করো ! কীভাবে যে হাইকলার পাঞ্জাবি কেচে মেলে দাও তারে ! কী যে এর গোপন রহস্য !
দেখি তোমার গোপন রহস্য --- বলে আমি তোমাকে ডাকলাম । তুমি তখন নাক দিয়ে হিসহিস শব্দ করছ । দেখি --- তোমার কপালে লেপ্টে আছে চুল । অবাক সংসার তার মায়া বের করে আছে । সমস্ত বিপন্ন দিন রাত্রে এসে জ্যোৎস্না হয়ে উঠেছে ।
" এমন যদি জীবন হতো আমাদের ! যদি " তুমি বললে । বললে ক্লান্ত কোকিলের গলায় ।
আমি জ্যোৎস্নার ভেতরে তোমার হাতের ফাটাফাটা দাগে সংসারের ময়লার কুচি দেখে টুকরো পাথরের মতো চুপ করে থাকলাম !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register