Mon 17 November 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ২০)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ২০)

না মানুষের সংসদ

দাদু মনকে চুমু দিয়ে বলল, কি ! সাতরঙা রামধনু কিন্তু রামধনু পাবে কোথায় ! আমার আঁকার খাতায় রয়েছে যে । দাদু বলল – ঠিক কথা । তবে আর চিন্তা কি । পক্ষীরাজ খুব খুশি হবে । মন বলল – পক্ষীরাজের কথা কাউকে বলা যাবে না । না, একদম না । তবে তুমি যে পেটে কথা রাখতে পারো না । তোমার মাকে বলে দেবেই । এবার বলব না । সত্যি বলছি । তবে ! দাদু বলল, কী ? ওর কাছে আমরা কি কিছু চাইব ! আমরা দেশ – বিদেশে ঘুরতে চাইব । পক্ষীরাজ কি পাখির মতন উচুঁতে উড়তে পারে ! সে আরো আরো উঁচুতে উড়তে পারে । এবার আমি যাই তবে ! কেন ? সকাল হয়ে আসছে । ভোরের আলো ফুটল বলে । পাঁচকান হয়ে গেলে পক্ষীরাজ আর আসবে না । যাওয়ার আগে তোমায় সুড়সুড়ি দেবো ! মন বলল । দাও তবে কিন্তু আমার খুব হাসি পেলে – মা-বাবা জেগে যাবে তোমার । তবুও মন দাদুকে সুড়সুড়ি দিতে থাকল । কাতুকুতু খেয়ে তিনি খুব হাসলেন । এরকম করেই ভোর হয়ে গেলে কখন যে দাদু চলে গেল মন টের পেল না ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register