Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতা সিরিজে রতন বসাক

maro news
কবিতা সিরিজে রতন বসাক

১| চেষ্টা করে যাও

ভবে আলো আর কালো থাকে পাশাপাশি দুখে অশ্রু ঝরে যায় সুখে বাজে বাঁশি। ভালো মন্দ মেনে নিয়ে আগে যেতে হবে হার জিত পায়নিকো আছে কেউ ভবে?
মনে জোর রেখে চলো কিছু পেতে হলে চেষ্টা হলো বড় কথা জ্ঞানী জনে বলে। অাশাহীন হয়ে গেলে পাবে নাতো কিছু পেতে হলে সৎ পথে করে যাও পিছু।
বিষন্নতা এলে পরে ভেঙে কেনো পড়ো সহে নিয়ে আগে তুমি চেষ্টা শুরু করো। পেয়ে যাবে ঠিক দিশা খুঁজে পাবে আলো সামনে যতোই থাক মুছে যাবে কালো।
হার হলে খুঁজে নাও কেনো হেরে গেলে বিফল হবার সব উত্তরটা মেলে। তাই আর দেরী নয় লেগে পরো কাজে ভেবে কেনো ক্ষণ নষ্ট করে যাও বাজে?
সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে কর্মগুলো করে চলো দোয়া নিয়ে মাথে। সুখে হাসো দুখে কাঁদো মন থাকে ভালো অলসতা ছেড়ে মনে আশা জ্বালো।

২| তাঁরে বল

সকালবেলা....করে খেলা পাখিগুলো ওই, কুজন শুনে......মধুর ধুনে উদাস হয়ে রই।
ভ্রমর এসে....ভালোবেসে ফুলের মধু খায়, নানা রঙে......কতো ঢঙে পরাগ মেখে যায়।
শিশির ঝরা...ঘাসে পড়া দৃশ্যে ভরে মন, ওসব দেখে..সুখটা মেখে কাটে কিছু ক্ষণ।
গগন ভরে....যাচ্ছে সরে শুভ্র মেঘের দল, দেখে হাসি...ভালোবাসি তাঁরে গিয়ে বল। একা ঘরে....মনটা করে মুখটা দেখি তাঁর, কাছে পেলে...খুশি মেলে কমে মনের ভার।

৩| সন্ধ্যা হলে

দিনের শেষে সূর্য ডোবে হয়ে আসছে কালো, খুকির মাকে ডেকে বলে সন্ধ্যা বাতি জ্বালো।
চা'টা একটু করবে নাকি খেয়ে যাবো হাটে, কোথা গেলে খুকিকে ওই পড়াও বসে খাটে।
সবজিগুলো কিনে আনি রান্না করবে পরে, ঝুড়ির মধ্যে কিছুই আমি দেখি নাতো ঘরে।
ইচ্ছে মতো আনলে কিনে ঝগড়া করো তখন, কী কী সবজি নিয়ে আসি বলো আমায় এখন?
ব্যাগটা দিও যাবার সময় একটু মনে করে, নইলে পরে ক্যামনে অানি সবজি হাতে ধরে?

৪| মানুষ সর্বেসর্বা

জীব জগতে মানব জাতি সবার থেকে সেরা, জ্ঞানের খনি বুদ্ধির সাথে বিবেক দিয়ে ঘেরা।
এই ধরাতে মানুষ মহান হয়েছে যে কর্মে, সহজ সরল ও সৃষ্টিশীল এই জগতে ধর্মে।
পশু অাজও পশুই আছে ধর্ম কর্ম ছাড়া, ওদের ছেড়ে অনেক উর্ধ্বে মানুষ রূপে যারা।
ভালো মন্দ বিচার করেই সুখ স্বাচ্ছন্দে আছে, অন্য কোনো পশু বা জীব নেইতো ধারে কাছে।
মানুষ হয়েও পশুর মতো কিছু মানুষ চলে, এদের জন্য মানুষের গুণ সবই যাচ্ছে জলে!

৫| শীতের মজা

শীতটা এলো আবার ঘুরে ঠান্ডা লাগছে ভালো, আকাশ ভরা মেঘের ভেলা সূর্য উঠলেই আলো।
রোদ পোহাতে মিঠা লাগে সকালবেলা মাঠে, মাদুর পেতে ছেলে মেয়ে মন দিয়েছে পাঠে।
লাঙ্গল নিয়ে কৃষকভায়া চাষের কাজে চলে, জেলেভায়া জাল ছড়িয়ে মৎস ধরছে জলে।
চালটা বেটে গুড় মিশিয়ে পিঠা পায়েস করে, আয়েশ করে খাবে সবাই রাত্রিবেলায় ঘরে।
শীতের মজা শোবার ক্ষণে লেপটা গায়ে পেলে, সারাটারাত গভীর ঘুমের আরামটা বেশ মেলে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register