Fri 19 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ১৯)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ১৯)

না মানুষের সংসদ

এক বালতি জোৎস্না লাগবে আর সাদা তুলি । মন বলল – জোৎস্না বুঝি দোকানে কিনতে পাওয়া যায় ! কোলকাতা শহরে পাওয়া যায় না কিন্তু তোমাদের পলাশিপাড়ায় পাওয়া যেতেও পারে । মন চুপ করে রইল । তারপর বলল – কেন মহাত্মা শিশিরের দোকানে ! মন মুচকি হেসে বলল – আমি একটা চালাকি জানি । দাদু বলল, কী ? আমাদের বাড়িতে জাল আছে । নাইলনের দড়ি দিয়ে তৈরি । ওতে কঞ্চি বেঁধে সব্বাই যখন ঘুমিয়ে পড়বে অনেক রাতে আমি আর তুমি জোৎস্না ধরব । বাঃ চমৎকার । ঠিক আছে পলাশিপাড়ায় তো প্রচুর জোৎস্না – ওখানে থেকে এক বালতি শিকার করলে কম পড়বে না । মন তখন বলল, সাদা তুলি সেই জোৎস্নার রঙে চুবিয়ে আকাশের গায়ে ছিটিয়ে দেবো – তখনই টগবগ টগবগ সাদা ঘোড়া আসবে । সে এলে কি উপহার দেবে তাকে ! মন কিছুক্ষণ চুপ করে থেকে বলল – সাদা ফুল । বকুল, জুঁই আর টগর । দারুণ, দারুণ । হাততালি দিয়ে উঠল দাদু । মন বলল – আরো একটা জিনিস দেবো ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register