সম্পাদকীয়
সম্পাদকীয়! এবার থাক না হয় কবি---
সার্ধশত সংখ্যা হোক কবিতাময়
কবিতা দিয়ে আঁকা হোক ছবি
মনের কথায় কবিতা হোক চিন্ময়...
কষ্টরা কাঁদুক কবিতা জুড়ে
আনন্দরা খিলখিলিয়ে হাসুক
পৃথিবীর সব গল্পপথ ঘুরে
বৃষ্টিসম কবিতা হয়ে ঝরুক।
মনে মনে আজ প্রেমের জোয়ারে ভাসি
প্রকৃতিপ্রেম ওটার সাথেও রই
বিদ্রোহ আর বিপ্লবের সুরে বাজাই বাঁশি
আর শালীনতা বেড়াজাল এঁকে যাই।
আজ কবিতাও বলে ক্ষুধার কথা
কাব্যিক চন্দ্রকলা মেঘ সমুদ্রে মাছ ধরতে যায়
একবেলা আধপেটা খেয়ে নেড়ে মাথা
নকুল আজও কবিতা লিখে যায়।
দেড়শো কবির দেড়শো কবিতা ভরা ঝাঁপি
বেঁধে নিই গীটারের তারগুলো
একে অন্যের কবিতা পড়ে দেখি
জমতে দেবোনা কবিতার পথে ধুলো।
সায়ন্তন ধর
0 Comments.