কবিতায় বীথিকা ভট্টাচার্য
শ্রাবণ তুমি
আকাশে তখনো শ্রাবণের উচ্ছ্বাস,
চোখের শ্রাবণে ভিজছে পথের ঘাস।
আনন্দ ঘন কত না গভীর আশ,
আমার শ্রাবণ শুধুই দীর্ঘশ্বাস।।
জানলার কাঁচে বৃষ্টি ফোঁটার ছাঁট,
আবেগী হৃদয়, ধূধূ মরুভূমি মাঠ।
তোমায় ছুঁতে বাড়িয়ে ছিলাম হাত,
তবুও তো তুমি দাও নি আমায় সাথ।
কত অনায়াসে গেলে তুমি দূরে সরে,
ছিনু দ্বারে বসে ফিরেও দেখোনি মোরে।
শ্রাবণ তখন কত না আবেগে মেতে,
বৃষ্টি অঝোর আমার নয়ন পাতে।
কত কথা ভাসে স্মৃতির অতল তলে,
অঝোর শ্রাবণ ভাসছে অথৈ জলে।
চলে গেলে তুমি আমায় একলা করে।
ধূ ধূ মরুভূমি নিঃস্ব মনের ঘরে।
বৃষ্টি তখন আকাশ উজাড় করে।
বরষার জল সব মাঠ ঘাট ভরে।
অঝোর শ্রাবণ তুমুল প্লাবণ তোলে,
অঘোষিত মেঘ তোমার কথাই বলে।
কেটে গেছে দিন আরো অনন্ত কত,
হৃদয় জুড়ে না পাওয়া গভীর ক্ষত।
কত না শ্রাবণ আসে আর ফিরে যায়,
চেতনায় তুমি হতাশ নীরবতায়।
0 Comments.