কবিতায় শামীম নওরোজ
শৈবকথা
গৃহস্বামী ঘরে নেই। গৃহনারী জংলার আঁধারে ঘুমিয়ে পড়েছে। উপদ্রবে ভেসে গেছে বাসস্থানের খনিজ।
তুমি দেখছো শৈশবের শিবযাত্রা। আমি দেখছি কয়েকটি রাজহাঁস, যারা আমার পায়ের কাছে হৈচৈ করছে।
গৃহস্বামী মাঙ্গলিক জলস্রোত। গৃহনারী যুবতী নদীর ঢেউ। গৃহস্বামী নিজস্ব নিয়মে রোদ্দুরে দৌড়ায়। গৃহনারী নিজ গুণে ছায়া হয়ে যায়।
প্রাচীন পুঁথিতে এসবই শৈবকথা...
0 Comments.