নদীর পাড়ে একলা বসে আছি,
দেখছি কতো লোকের আনাগোনা,
ঢেউয়ের তোড়ে জলে ভাসছে দিন,
আমার কাছে দিনগুলো আনমনা।
আসতে - যেতে সবাই ঘুরে চায়,
বসলো না কেউ আমার পাশে এসে,
আকাশ মাথায় বৃষ্টি ধুয়ে যায়,
জোছনা নিলো জড়িয়ে ভালোবেসে।
তবুও আমার একলা বসে থাকা,
দেখলো না কেউ হাজার লোকের ভিড়ে,
হৃদয় জোড়া হাজার ছবির বই,
উড়তে থাকে এই নদীটির তীরে।
সন্ধ্যে হলেই ফিরবে সবাই ঘরে,
নিঝুম যখন জীবন কোলাহল,
নদীর জলে উঠবে যখন ঢেউ,
মিশবে গিয়ে আমার চোখের জল।
0 Comments.