একটা নিঝুম শয্যা থেকে ভেসে আসছে ভায়না গন্ধ
অবাধ্য রাতের প্রতিটি ধাপে লেখা হচ্ছে রাত যাপনের আলাদা আলাদা কিসসা্।
পাঁজরের ফ্রেমকে ক্ষত- বিক্ষত করছে স্মৃতিরা।
কখনও কুয়াশা মাখা নিবিড় আবদার ছিল,
ছিল হাশনুহানার আতর মাখা রাত জানলা,
ছিল ঘুমপাড়ানি আদুরে ঝর্নার গল্প।
তবে তার মন আয়নায় লুকিয়ে ছিল অন্য চেহারা।
রাতের নদী কেন যে পারাপারের অনুমতি দিয়েছিল!
আজ অবধি নৌকা এপারে ভিড়ল না,
তবুও ছলাৎছল জলছবি কেন যে বৈঠার আওয়াজ শুনতে পাই।
0 Comments.