কবিতায় আরতি ধর
আঁধার
বড় বেশী আপন এখন
জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে
গাছ, পাতা, ঘাসের সাথে আত্মীয়তা,
বিশ্বাস হারিয়েছে সবাই -
কত গল্প, গান মনে পড়ে!
বলা হয় না, শোনা হয় না,
বললে শুনবে হয়তোবা;
তবে সে শোনা পৌঁছাবে না
গভীরে...
পৃথিবী যে এখন একটি আত্মধী পুরুষ!
0 Comments.