- 10
- 0
পশলা বৃষ্টি ছিটিয়ে যে অনির্বাণ কৌশল
যে অভাব বুনে দিয়েছো তুমি বারবার -
প্রাচীন বটের মতো সাজানো সংসার,
ঝুরি বেয়ে নেমে আসে রাগাশ্রয়ী ভক্তের
পথ বরাবর সংকেতটুকু।
পাশ ফিরে শুয়ে বর্ষার নদ,
দাউ দাউ আগুন খুচরো পয়সায় কিনে নেয় উষ্ণতা।
প্রাচীন হয়ে আসা হাট বাজার,
বিক্রেতা হয়ে অছিলা খোঁজে
প্রদীপের নিচে জমতে থাকে অসহায় কৌতুক।
এক পা দু পা পশলা বৃষ্টি ছিটয়ে
অনির্বাণ কৌশল ঘিরে থাকে মৃত্যু বরাবর।
সাদাকালো পথে কৃষ্ণ ভজন শেষ হলে
মেঘেদের নিয়ে বাড়ি ফিরব,
এ কথা স্মরণে/ জোনাকি আঁকা পথে
জেগে বসে থাকে একা ভৈরব
0 Comments.