- 13
- 0
হয়তো
উঠোনে গজিয়ে ওঠা আগাছা
পরিষ্কার করতে করতে মনে হয়,
হয়তো কোনো অতি প্রয়োজনীয়
একটা ঔষধি গাছের চারা
উপরে ফেলে দিলাম।
ঠিক তখনই রাস্তায়
অ্যাক্সিডেন্টে একটি তরুণ
লরির ধাক্কায় শেষ হয়ে গেল।
হয়তো সে নতুন প্রজন্মের একজন
উদীয়মান শক্তিশালী কবি ছিল।
0 Comments.