- 16
- 0
কোল্ড ড্রিংস
গিন্নিঃ কি যে করো সারাদিন বসে বসে,খালি আকণ্ঠ গেলা,আর গালিগালাজ করা!
কর্তাঃ কেন অমানুষের মতো পরিশ্রম বুঝি দেখতে পাও না!
গিন্নিঃ শোনো ওরকম খাটনি সব ব্যাটা ছেলেই করে!তুমি কি নতুন?
কর্তাঃ দেখো গিন্নি আমার মাথা গরম করিয়ো না! বরং এক কাজ করো একটু আপেল কেটে দাও,বাংলা দিয়ে গিলি!
গিন্নি ঃ হ্যা হ্যা ঐ করো, এদিকে মেয়েটা অপুষ্টি তে ভুগছে,ডাক্তার দিদি বলেছে পুষ্টি কম তাই মাসিক হচ্ছে না! আর তুমি কি না.....?
কর্তাঃ চুপ করো ত, ঐ এক জ্ঞান দা এসেছেন! করে ত অঙ্গনারী তে চাকরি সে আবার ডাক্তারি ফলাচ্ছে!
গিন্নিঃ চোখের জল মুছতে মুছতে আপেল গুলো কর্তার মুখের সামনে এগিয়ে দিলেন!
সুবলা আর নির্মলের ছোট্ট সংসার,বেশ গুছোনো, কোল আলো করা মেয়ে,আর নির্মলের আগের পক্ষের মা মরা এক ছেলে।
সুবলা নিজের ছেলের মতোই ভালোবাসে,তখনো নীরা পেটে আসেনি।
ছেলে ভোলা ও নতুন মা কে খুবই ভালোবাসে,ওর তখন মাত্র ৩ বছর বয়েস, সৌদামিনি অপুষ্টি তেই মারা যায়।
ডাক্তার বলেছিল নির্মল বৌএর যত্ন নাও,নইলে বিপদ আছে,কিন্তু নির্মলের ঐ এক দোষ,বড় বন্ধু প্রীতি! আর......
নির্মল আসানসোল রেল কারখানায় চাকরি করে,হাড়ভাঙা খাটুনি কিন্তু টাকাকড়ি ভালোই,সুবলাও সংসার গুছিয়ে রাখে,দুই ছেলে মেয়ে নিয়ে বেশ ভালোই চলছিল,ওদের কারখানায় প্রায় সব শ্রমিক কম বেশি নেশখোর।প্রথম প্রথম কম খেত, সুবলা গন্ধ পেলেও কিছু বলত না, মেনেই নিয়েছিল।নির্মল নিজেই সে কথা স্বীকার করে নিয়েছিল,বলেছিল দেখো সু তুমিত বোঝোই আমি একটু......
সুবলা বলেছিল দেখো বেশি কোরো না যেন! তবে কিন্তু আমি অনর্থ বাঁধিয়ে ছাড়ব!
কিন্তু বছর দুই যাবদ আরেক নেশা পেয়ে বসেছে,মদ আর তাস প্রায় ৫- ৭ জন বন্ধু জুটে গেছে!
টাকা পয়সা ঘরে আসার বদলে বিলিয়ে আসছে,বাড়িতে বসেও গিলছে!
সুবলাও এখন খিস্তি খামারি করে,দু বাড়ি রান্নার কাজ করে,মেয়েটা আবার পড়াশুনায় বেশ ভালো,বড় হয়ে দিদিমনি হতে চায়।
ছেলে ভিন রাজ্যে গেছে চাকরির খোঁজে,ওদের এক পিসির প্লাস্টিক কারখানায় দেখাশুনার কাজ করবে বলে।
সেদিন নির্মল বাড়িতে বসেই বাংলা খাচ্ছিল চানাচুর সহকারে,আর হঠাৎ মেয়ের ওপর চড়াও হয়! সুবলার ধৈর্যের বাঁধ ভেঙে যায়! এর আগেও সুবলা বারন করেছে তুমি আমার গায়ে হাত দিচ্ছ দাও কিন্তু মেয়ের গায়ে যেন.....
সুবলা ফ্রিজে রাখা বরফে টাইট কোল্ড ড্রিংক্সের বোতল বের করে, সজোরে নির্মলের মাথায় মারে! নির্মল মাটিতে লুটিয়ে পড়ে।
পুলিশ কেস!
কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও পুলিশ অস্ত্র খুঁজে পায় না।
0 Comments.