Tue 18 November 2025
Cluster Coding Blog

গদ্যের পোডিয়ামে সোমা মুখার্জী বাবলি - ধারাবাহিক লাইফ লেজার - (পর্ব - ৭)

maro news
গদ্যের পোডিয়ামে সোমা মুখার্জী বাবলি - ধারাবাহিক লাইফ লেজার - (পর্ব - ৭)

লাইফ লেজার  

দুই বন্ধুর কথোপকথনের স্বর সপ্তমে পৌঁছলে বাসের লোকজন কেমন দেখতে থাকে ওদেরই । বিদিশা সেটি লক্ষ্য করে রিক্তাকে থামতে বলে চোখের ইশারায় । তারপর নিরবতা ক্ষনিক। 

রিক্তা গান শোনায় মনোনিবেশ করে। বাস ছুটে চলেছে দুরন্ত ক্ষিপ্র গতিতে । অনেক ভোরে ওঠার জন্য চোখ বুজে আসছে । বাসের টিকিট চেক করতে আসেন চেকার । 

বিদিশা রিক্তাকে হাল্কা ঠেলে টিকিট দেখানোর জন্য বলতে বলতেই __ লোকটি বলেন , " আপনাদের ৫ ও ৬ । দুজনেই সম্মতিসূচক মাথা নাড়ায় ভদ্রলোক চলে যান । 

বাসের এক পুঁচকে চিল চিৎকার জুড়ে দিলে , ঘুম উবে যায় এক ঝটকায় । বাচ্চাকে ভোলানোর নাস্তানাবুদ অবস্থা দেখে রিক্তা খানিক দায়িত্ব নিয়ে নেয় । 

কি অদ্ভুত ! রিক্তার কোলে বাচ্চাটি এসে কেমন চুপ করে যায় । বিদিশাও খানিক মাথায় হাত বুলিয়ে দিতে থাকে বাচ্চাটির ।

বাচ্চাটিকে নিয়ে দুই বন্ধু মশগুল হয়ে পড়ে ।

এভাবে চলতে চলতে বাচ্চাটি ঘুমিয়ে পড়ে রিক্তার কোলে। এরপর ওর মায়ের কোলে চালান করে দেওয়া হয় ওকে।

"কি রে খাবি নাকি?" রিক্তা টিফিন নিয়ে এসেছে। বিদিশা বলে, "চল খেয়ে নি। সকালে ওঠার জন্য বেশ খিদে পেয়ে গেছে।" এরপর মেয়োনিজ সহযোগে ভেজ স্যান্ডউইচ ও ডিমসিদ্ধ ব্রেকফাস্ট জমে ওঠে একেবারে । 

বিদিশা বলতে থাকে, "কি ভালো হয়েছে রে! এই খাবার জার্নি র জন্য একদম পারফেক্ট। "কথাপ্রসঙ্গে ব্লিঙকিটের অনুসঙ্গ আসে। বিদিশা এখনো ব্লিঙকিটে অভ্যস্ত নয়। রিক্তা বলতে থাকে a to z সব দশ মিনিটে পেয়ে যাবি বাড়ির দোড়গোড়ায়। 

হঠাৎ একটি বয়স্ক মানুষের উপর কন্ট্রাক্টর চিৎকার করতে থাকে __ " এখানে বাস থামবে না । অপেক্ষা করুন। আর কিছুক্ষনের মধ্যেই মেছেদা এসে যাবে । " 

আহারে বাসের এই এক সমস্যা ।

ক্রমশ...

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register