Wed 12 November 2025
Cluster Coding Blog

কবিতায় সুমিত মোদক

maro news
কবিতায় সুমিত মোদক

শিকড়ের অভিসারে

নদীর বাঁক ঘুরে, কিছুটা দূরে আরেকটা বাঁক;
সেখান থেকেই শুরু ভাঙন …
সেখান থেকেই বদলে গেছে নদীর চরিত্র,
মানুষের জীবন যাপন;

সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা
মাথা তুলে দাঁড়িয়ে থাকা গাছ গুলি যেন তাকিয়ে আছে
স্রোতের বিপরীতে
দেখে নিতে চায় কখন কি কি ভেসে যাচ্ছে ;
অথচ, পূর্ণিমার রাত হলে নিজেরাই ভেসে যায়
জোস্নার আলোয় আলোয়;
তার পর শুরু করে রূপকথার গল্পের মতো
ডানা মেলে দেয় শিকড়ের অভিসারে;

নদী ও গাছ একে অপরের কাছাকাছি,
পাশাপাশি,
প্রেমের মৌন কথায় জেগে থাকে সারা রাত;
তার পর!
তার পর দেখে মানুষের দিকে;

যে মেয়েটি বহু কষ্টে অন্ধকার গালি থেকে ফিরে
নতুন আরেক জীবন শুরু করতে চেয়ে ছিল,
তাকে টেনে নিয়ে গেলো নদী;
যে ছেলেটি রাতের বুক চিরে এক মুঠো আলো
নিয়ে এসে ছড়িয়ে দিতে চেয়ে ছিল
গাছের পাতায় পাতায়,
তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভিজে মাটি;

নদী ও গাছ ভিজতে থাকে মেঘভাঙা বৃষ্টিতে ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register