- 17
- 0
কাগজ
ঠিক কোন সীমানার মধ্যে থেকে স্বপ্ন বুনবে মানুষ, জন্মের আগেই তা ঠিক করে নিতে হবে,
কঠিন রাজনৈতিক জমিন, শক্তপোক্ত সামাজিক মাটি আর ধর্মের গিঁট না থাকলে উদ্বাস্তু নাম খন্ডাবে না,
ফেরিওয়ালা কাগজ বিক্রি করে আশঙ্কার ময়দানে,
হতদরিদ্র মানুষ স্বাক্ষর হতেই পারলো না দুমুঠো মোট চালের অভিসারে,তার আবার জন্ম আর মৃত্যুর সময়!
কবি সব কাগজ উড়িয়ে দিয়ে বলে আলো চাই, জল চাই, খাদ্য চাই, সাড়ে তিন হাত জমিন চাই,
তাই যদি নাই তবে কাগজ কোথায় পাই!
0 Comments.