- 41
- 0
পুনর্জন্ম
সব ছোঁয়াই স্পর্শ নয়
স্নায়ুতে যতিচিহ্ন রেখেছিলে , বুঝিনি
অল্প জলও সমুদ্র হয়
যদি সে তোমার মতো
জাতিস্মর ঢেউ নিয়ে ফেরে প্রতি জন্মে
এমনিতেই নখ বাড়ে সম্পর্কে
আঙুল অব্দি পৌঁছতেই , হাত হয়ে যায়
তুমি আবার ছোঁয়ার পুনর্জন্ম দেখেছ
ফেরারি চুরি
ছিটকিনির শব্দে , দরজায় উঠে বসি
সিঁধকাটা চোরের মতো নয়নের ওঠানামা
গয়নাগাটিরা ঘুম পাড়ায় সিন্দুককে
ফেরারি চুরির কিনারা হয় না
নোঙর পাটাতনে ধাক্কালে
ইচ্ছে করছে
আজ বৃষ্টি হতে ইচ্ছে করছে , শুধু তোমার জন্য
রোদটা কেমন উঠছে নামছে , মেঘের ঠোঁটটা শুকনো
ইচ্ছে করছে অনেককিছু , ইচ্ছে করছে অন্য
ঠোঁট ভুলেছে ঠোঁটের নাগর , চুম্বন আজ পণ্য !
কোন সে নগর চোখের কাছে
কাজল আঁকে বর্ষায়
ইচ্ছে ছিল ভোর হবে সে
রাত্রি যখন ফর্সায়
ইচ্ছেগুলোয় ইচ্ছে ঢেকে মেঘলা আকাশ ধন্য
মেঘের ভেতর মেঘ কেঁদে যায়
বৃষ্টি হওয়ার জন্য
0 Comments.