- 73
- 0
পাহাড়
আশ্বিনের এই পূজোর দিনে অবিরাম এই ধারায়
ছোট ছোট খোকা খুকু আনন্দ সব হারায়
নীল খেয়েছে ধূসর রঙের মেঘেরই দঙ্গল
চলছে প্যারেড কুচকাওয়াজে জলের মেঘের দল
রাস্তা বাড়ি নদী নালা হাসপাতালের চাতাল
জলের স্রোতে টলোমলো হাঁটছে যেন মাতাল
কথায় কথায় জমে উঠেছে বিশাল বড়ো পাহাড়
দোষের বোঝায় মরছে মানুষ আসল দোষ যে কাহার?
0 Comments.