- 92
- 0
গলফ বল
শ্রেয়ার আজ জ্বর তাও অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে পারিনি, সেই আটটা আঠেরো, আমাদের শোকেসে একটি গলফ বল রাখা আছে,
বাসের জানালা দিয়ে আজ কিছু ভাসমান মেয়েদের দেখেছি, ইলিশ দেখেছি রাতের বাজারে, হলুদ বালবের তলায় চকচকে, আরো দেখেছি ভিন্ন ভিন্ন নারী শরীর, অনিবার্য যৌনসঙ্গমের চিন্তা লাইফবোট নিয়ে এসেছে আজ অনেকবার,
শ্রেয়া চা দিলো, রাতে আবার জ্বরটা আসবে, গণিকার রৌদ্র উবু হয়ে বসা দেহ বারবার দেশান্তরী চোখে আমার ভেসে ওঠে,
শ্রেয়া এখন ছায়া, আমাকে পোড়াতে পারবে না কোনোরকম অঙ্গীকারেই, আমি হতে চাই পুড়ে খাক্, আমার ভেতরে যে শিকারী আছে তাকে গাণিতিক প্রলাপে দাহ করি,
তবু পাশের বাড়ির মহিলাটির ভারিক্কি থুতনিতে ঠোঁট রাখার কথা মনে হয়, তারা এখন শিলচরে, আমি তো সাধু নই, ব্রথেলের ধ্যান করি তাও, এই কামুক বজ্রমুঠি কচি ঘাস উপ্রে ফেলতে চায়,
তারপর স্বপ্নে দেখি এক ইলিশ মাছ একটা মস্ত গলফ কোর্সে আমাকে আয়নার মতো চৌচির করে দিচ্ছে, শ্রেয়া ও একটি কাদাখোঁচা পাখি হবিষান্ন রাঁধছে, আর তার পাশ দিয়ে একটি মিছিল চলে যাচ্ছে, অবিরত...
0 Comments.