- 16
- 0
সুন্দর সমাজ
অলোকের গ্রামের নাম পান্ডুয়া। সেখানে সব রকম লোকের বাস। কিছু মানুষ সরকারি চাকরি, কিছু ভিন রাজ্যে কাজে চলে যায়। অধিকাংশ চাষের কাজ করেন। সকাল থেকে ছেলে, বুড়ো, মেয়ে সব কিছু না কিছু কাজে লেগে যায়। কাজ নিয়ে সারাদিন কেটে যায়। আবার গ্রামের কোনো উৎসব, অনুষ্ঠানে কাজ ছেড়ে সবাই একসাথে আনন্দ করে। পরের দিন আবার কাজে লেগে যায় কেউ বিপদে পড়লে সবাই এগিয়ে আসে তাকে বাঁচানোর জন্য।আর গ্রামে যাকে মালিক করা হয়েছে প্রতিদিন সবার বাড়িতে গিয়ে সুবিধা, অসুবিধা জেনে আসে। এই গ্রামের নিয়ম রয়েছে।আঠারো বছর পর্যন্ত ছেলে, মেয়ে সবাই স্কুলে যাবে। বাড়িতে কেউ বসে থাকবে না। কিছু না কিছু কাজে যুক্ত থাকতে হবে। এখানে কেউ কোনো প্রকার নেশা করবে না মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না। সবাইকে শরীর ঠিক রাখার জন্য। সকালে ঘুম থেকে উঠে মাঠে আসতে হবে। যারা নিজের বাচ্চার পড়াশোনার খরচ চালাতে পারবে না, তাকে সবাই মিলে সাহায্য করা হবে। এখানে যারা উচ্চশিক্ষিত হবে।তারা গরীব পরিবারের ছেলেদের বিনামূল্যে টিউশন পড়াবে। প্রতি পরিবারে 5 টি করে বড়ো গাছ লাগাতে হবে। একটি গাছ কাটলে দুটো গাছ অবশ্যই লাগাতে হবে।"সর্বে সুখিন ভবন্তু"।
0 Comments.