Fri 14 November 2025
Cluster Coding Blog

সমীপেষু - রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

maro news
সমীপেষু - রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

অসহিষ্ণুতা এক বড় অসুখ৷ ধীরে ধীরে গ্রাস করে চেতনার অলিগলি ৷ বিচার বুদ্ধির গায়ে যেন ধুলোর পলেস্তারা জমে যায়৷ মানুষ যত আক্রান্ত হয় তত গাঢ় কুয়াশা অস্পষ্ট করে দেয় সমস্ত ছবি৷ মন্দ মতি মন্দ বুদ্ধির ভুলভুলাইয়ায় খানিক চক্কর কাটা৷ নিজের অজান্তেই কিছু ভুল, নাকি অন্যায় করে ফেলা৷ একি মতিভ্রম নাকি অসফলতার গ্লানি থেকে মুক্তি পেতে চেয়ে আরও একটা সংগঠিত অসফল অধ্যায়ের দৃশ্যকল্প৷

সব ছেড়ে চলে যেতে হবে ভুবনডাঙার মাঠ পেরিয়ে অমৃতকুম্ভের সন্ধানে৷ তবু পেছনের জীবনের জন্য এত আসর সাজান, ধূপ জ্বালা, নিজের নামে হরির লুঠ! কতবার এভাবে ভিড় থেকে পৃথক হতে গিয়ে তাঁরা হারিয়ে গেছে রাতের আঁধারে৷ সাইক্লোন ভূমিকম্প বন্যায় মুছে গেছে অস্তিত্ব৷ অসহিষ্ণু আলোরা ক্রমশঃ অন্ধকারের দিকেই ঠেলে দেয়৷ পা পিছলে গেলে দেখবে সোজা খাঁদে গিয়ে পরেছো৷ এই একা এগিয়ে যাওয়ার গল্পটা না হয় এবার বন্ধ হোক৷ এসো আরও বেঁধে বেঁধে থাকি৷ এক আকাশের নীচে ভাগ করে নিই রুটির টুকরো, শীতের কাপড়, তৃষ্ণার জল কিংবা ভরা জলসার কবিতা গান আরও কত কী!

সকলে এক সাথে ভালো থাকার চেষ্টা করেই দেখি না! কী বলেন আপনারা, পারবোনা ?

সুস্থ থাকুন ভালো থাকুন লিখতে থাকুন পড়তে থাকুন

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register