- 13
- 0
অন্দরমহল ২০
হাতে গোনা অল্প সময়ে
যতটুকু হয়েছে আদান প্রদান, কথা আর কৌশল
ওরা তাই দিয়ে সকাল, দুপুর অথবা রাত্রি সাজালে
আমি বুঝি, আমার কাছে এখনো রয়েছে
লক্ষীর পাঁচালী, পৌষের পিঠে আর জবাকুসুমের গন্ধ।
এখনও ওদের নাকি দেখা হয়, কথা হয় রাতে
পরদিন ঘরময় সেসব কথা মেঘের মত ওড়ে
আমি শুনি, শুনি আর ভিজে যাই,
অজস্র জলকণা নিয়ে, ভেজা হাতের মুঠোয়।
0 Comments.