কবিতায় বলরুমে ধারাবাহিক নিবিড় সাহা - অন্দরমহল ৮
অন্দরমহল ৮
একটু একটু করে পাল্টাতে থাকে রঙ
সোনালী হতে থাকে ফসল
সেই রঙ ছড়িয়ে পড়ে ঘরের দেওয়ালে, আসবাবে,
পুষে রাখা ছোটো ছোটো পাখির ডানায়।
এমনি একটি পাখি, ঠোঁটে করে নিয়ে গেছে
দীর্ঘদিনের মাসকাবারি বাকির খাতা।
এখন অনেক বেশি মিহি, ছাপা শাড়ির জমিনে
দু একদিনের ছুটিতে ফোটে মরশুমি ফুল,
শিকল খুলে পাখিরা উড়ে যায়
পাহাড়ে অথবা কোনো বালুকাবেলায়।
0 Comments.