- 11
- 0
অন্দরমহল ১৯
হাতের থেকে হাত চলে যায় অনেক দূর
মুঠোয় শুধু ঋণ থেকে যায় অন্তহীন
শূন্য ঘরে একলা চেয়ার বিষাদ সুর
মাথার থেকে ছাদ কেড়ে নেয় নিঃস্ব দিন
নদীর জলে ডুব দিতে যায় সাতসকাল
মাটির ভাঙা হাঁড়ির থেকে গড়ায় জল
চোখের কোণে স্মৃতির দানা টালমাটাল
সামনে চড়াই, একলা হাঁটা অস্তাচল
আঙুল ধরে হাঁটতে শেখা শক্ত হাত
চারা থেকে বৃক্ষ হওয়ার দীর্ঘ পথ
আগলে রাখা সকাল থেকে গভীর রাত
মাটির সরায় যাচ্ছে ভেসে সে সম্পদ
0 Comments.