Fri 14 November 2025
Cluster Coding Blog

কবিতায় বলরুমে ধারাবাহিক নিবিড় সাহা - অন্দরমহল ৭

maro news
কবিতায় বলরুমে ধারাবাহিক নিবিড় সাহা - অন্দরমহল ৭

অন্দরমহল ৭

একটা বাঁশ কাগজের খাম,
খুলতেই আলোকময় আটপৌরে ঘর l

বট গাছের মত বাবার পাশে, দাঁড়িয়ে 
মাথা তুলেছি চারার মতো l
বুঝতে পারি, বাবারা কখনও দুঃখ পায় না
শুধু আনন্দ হলে কখনও কখনও কাঁদে l

মা ঝলমলে আকাশ হয়ে যায় 
সেখানে এক গোছা পোস্টকার্ড পায়রা হয়ে ওড়ে l

একটা সাদা কালো টেলিভিশন নিয়ে এলে
মা সন্ধ্যায় তার মধ্যে সারা দিনের ক্লান্তি নিংড়ে 
পরদিন দিন ভোরে উনুন ধরায়,
মা তখন শিশির ভেজা শিউলি ফুল l

ধীরে ধীরে ঘড়ি দেখা শেখা হয়ে গেছে,
তিনটে মাসকাবাড়ি কাঁটা, ছন্দে বাঁধা 
এখন তিনজন একসাথে খাওয়ার সময়
বাবা, মা আর আমি, মনে হয় এক ক্লাসে পড়ি l
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register