- 15
- 0
অন্দরমহল
যে রাস্তায় চুপিচুপি এসে দাঁড়িয়েছিল ভোর
পাতা নড়েছিল মিছরির মতো হাওয়ায়,
চিকন আলোয় জেগে উঠেছিলো পাখি
ডানা ঝটপট, উড়তে যাওয়ার ফিকির
সেই রাস্তায় হঠাৎ করে আগন্তুক এক বিকেল
পাতার গায়ে পড়ন্ত রোদ কলমকারী আঁচল
পাহাড়ি রাগ আকাশ চড়া ফিরতি পাখির ঠোঁটে
মিনেকারি এক দুপুর তোমার আঙুল ছুঁয়ে আছে
0 Comments.