কবিতায় বলরুমে ধারাবাহিক নিবিড় সাহা
অন্দরমহল ২
রান্নাঘরের চৌকাঠ পার হয়ে আসে অক্ষর ।
শ্লেটের ওপর বসে,
তার পর ধীর পায়ে উঠে আসে কাগজের গায়ে।
ছোট্টো টিনের বাক্স থেকে বেরিয়ে এসে একটা পথ
চলে যায় অসীমের দিকে।
সেই পথে হেঁটে গেলে অযুত অক্ষর জুড়ে যেতে থাকে,
পাখির ঝাঁকের সাথে উড়ে যেতে যেতে
খুলে যায় আকাশের অন্তহীন কোণ।
কপালে মঙ্গলচিহ্ন আঁকা দইয়ের ফোঁটা,
পিছু ডাকতে নেই!
সেখানে স্বপ্ন হাতে দাঁড়িয়ে থাকে আটপৌরে ঘরের উঠোন।
0 Comments.