- 22
- 0
অন্দরমহল ১৮
রোজ একটু..... একটু করে.....
বেড়ে ওঠে ফসল।
সবাই হাতে হাতে সেখানে ছড়িয়ে দিচ্ছে রোদ, জল
যে হাত নেই, সেও যেনো
অদৃশ্য সুতো এই মালার ভিতর,
বেঁধে রেখেছে বীজ আর শেকড়ের গোপন আঁতাত।
হাতের থেকে হাত শিখে নেয় যত্ন, কৌশল
আবাদী এক টুকরো আঁঠালো জমির মাটি,
লেগে থাকে সময়ের গায়।
রোজ একটু...একটু করে...
বেড়ে ওঠে ফসল।
0 Comments.