- 36
- 0
অন্দরমহল ১৭
দুটো ঘরের মধ্যে একটা সেতু থাকে,
যার উপর দিয়ে কখনো রোদ, কখনও মেঘ
বারোমাস যাতায়াত করে এঘর থেকে ওঘর।
ছোটো ছোটো ফসল ফলার আনন্দে
ঘষে মেজে রঙ হয়ে যায় থাম, রেলিং, নাট বল্টু।
তোষকের নিচ থেকে বাসি অভিমান হেঁটে যায় সেতুর উপর
তারপর সাদা পায়রা হয়ে উড়ে যায় আকাশের দিকে,
কোনো ঘরের আর কোনো দেওয়াল থাকে না
দুটো উপত্যকাকে জুড়ে রাখে একটা সেতু।
0 Comments.