- 18
- 0
দিন গুনছে ঢাকি
পূবের আকাশ উঠলো সেজে
সোনার আলোয় রবি
সুরে তালে উঠলো বেজে
পুজোর কতো ছবি।
শরৎ আকাশ নীলে নীল
উড়ছে পেঁজা তুলো
পদ্ম শালুক ভরছে যে বিল
কি করে মন ভুলো।
শিউলি ফুলের মিষ্টি সুবাস
অতীত ঘুরে আসে
রোদ বৃষ্টি দিচ্ছে আভাস
স্মৃতির পরবাসে।
কয়েকটি গ্রাম একটি পুজো
আনন্দ অফুরান
বাচ্চা বুড়ো নেই ভেদাভেদ
বাজিয়ে পুজোর গান।
ছিট কাপড়ে তৈরি জামা
দর্জি ৺রমেশ মামা
রাগ অভিমান কিচ্ছু টি নেই
বাকি'র খাতায় জমা।
শরৎ আকাশ পেঁজা তুলোয়
মেঘের আনাগোনা
পদ্ম শালুক হাসছে জলে
চলছে যে দিন গোনা।
দোলায় মাথা কাশ বনে ঐ
আর ক'টা দিন বাকি?
ঢাকের কাঠি পড়লো বলে
দিন গুনছে ঢাকি!
0 Comments.