Mon 24 November 2025
Cluster Coding Blog

কবিতায় মৌসুমী মুখার্জী

maro news
কবিতায় মৌসুমী মুখার্জী

অনুভবে হিয়া

লিখি-লিখি করেও লেখা হলো না আস্ত উপন্যাস,
চাল-চুলো হীনদের নিয়ে লিখবই ইতিহাস।

আকাশ-কুসুম কল্পনায় নয় ,
—বাস্তব কাহিনী, দিবা-নিশি কত যে সহিছে যাতনা অন্নের গ্লানি।

রোজ-রোজ হাহাকার ওদের, দায়ী গোঁয়ার রাজা,
রাজায়-রাজায় যুদ্ধ হলে খেসারত দেয় প্রজা।

আকাশ-চুম্বী জিনিসের দাম নাভিশ্বাসে মানুষ,
মূল্য-হিসাব চড়া, ক্ষতিটি যাদের নেইকো হুঁশ।

মন্ত্রী-সান্ত্রী কম যায় না নিজের আখের গোছায়,
পড়ি-মরি করে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি বাড়ায়।

বসে-বসে ভাবি লিখি যেই,
সামনে দাঁড়াও তুমি,
ধোপ-দুরস্ত স্নিগ্ধ পুরুষ নাও এ কপোল চুমি।

কন্দর্প-কান্তি দৃপ্ত কণ্ঠে বললে তুমি, ভালোবাসি,
তাল-গোল পাকালো লেখা, প্রেমের কবিতায় আসি।

নাওয়া-খাওয়া ভুলে তোমার কথাই জাগে মনে,
দীন-হীন মানুষের জীবন লেখায় ইতি টানে।

যেতে-যেতে অবসাদে দিন,
থমকায় অনুরাগে,
ভাঙ্গা-গড়া জীবনে কবি বসন্ত দিলে এইভাবে!!
রোগে-ভোগে জেরবার আজ ভুলেছি জীবনে সুখ,
অসুখে-বিসুখে ক্লান্ত আজ বিষণ্ণ মন ও মুখ।

টাল-মাটাল তরী যে আমার ভেসেছিল মৌন ভাটায়,
বেলা-অবেলায় শেষ খেয়ায় থাকি তব ভালোবাসায়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register