Mon 05 January 2026
Cluster Coding Blog

কবিতায় মৌসুমী মুখার্জী

maro news
কবিতায় মৌসুমী মুখার্জী

নিস্পৃহ ভালোবাসা

গোধূলির রঙেও তুমি কত সুন্দর, রক্তিম আকাশ...
রঙ পাল্টে গেলে যাক মন পাল্টিও না,
সুন্দর হৃদয়টাকে আগলে রেখো চিরদিন ,
হাজার ভিড়ে হারিয়ে যেতে দিও না
ওটাই তো আমার অহঙ্কার নাই বা হলে রঙ্গিন।

মন যে তোমার আকাশছোঁয়া নীল।
আসমানী বাহার খেলে তোমার অন্তরে,
রজনীগন্ধার সুবাস রাতে, প্রদোষে কদম ফুলের রঙ, অন্ধকারে তুমি হাসনুহানার আদর।

তখন খুব বেশি 'তুমি' বলতে ইচ্ছে করে.....
মুক্ত বিহঙ্গ তুমি, অসীম ভার বহন করেও নীরব দর্শক,
আমি মুগ্ধ নয়নে দেখি চিরপরিচিত বুকে সমুদ্র লহরী।

থার্মোমিটারে মনের উষ্ণতার পারদ মাপ হয় না,
চড়চড় করে বেড়ে যায় জ্বরের ঘোর,
শুধু তোমার শীতল পরশ কমিয়ে আনতে সক্ষম জ্বর। 

সমৃদ্ধ হই প্রেমে... আকুল আবেদন অধর কম্পনে,
নিস্পৃহ অন্তর আমার, ব্যস্ত হয়ে ওঠে অনুভবের ভালোবাসায়।

ডাহুক ডাকা সকালে বা ঘুঘু ডাকা দুপুরে তোমার পরশ, অনুভব করি, নীরবতায় অকল্পনীয় সান্নিধ্য।

তুমি পলাশমাখা ভালোবাসায় রাঙালে মন,
আমি মাধবীলতায় থাকবো জড়িয়ে তোমার উত্তরীয়।

তুমি কী আমার মনের ঘরে আগুন জ্বালিয়ে দেবে?
নাকি অন্ধকারই শ্রেয় জীবনে আমার।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register